সম্পাদকীয়তে বলা হয়, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দু'ঘন্টাব্যাপী সাংবাদিক সম্মেলনে ২১টি দেশি-বিদেশি মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসব প্রশ্ন ছিল বড় রাষ্ট্রের সম্পর্ক থেকে আঞ্চলিক সংঘর্ষ, কোরীয় উপদ্বীপ থেকে আফ্রিকান মহাদেশ পর্যন্ত বিশ্বের বিভিন্ন আলোচিত বিষয়ের ওপর। ওয়াং ই'র উত্তরে বিশ্বের উন্নয়ন নিয়ে চীনের গভীর চিন্তা ও বিবেচনা এবং বৈশ্বিক প্রশাসনে চীনের আরও বেশি ভূমিকা পালনের আগ্রহ প্রতিফলিত হয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়, জটিল ও পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিবেশে চীনা জনগণ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ৭০ বছর ধরে পরিশ্রম করে আসছে। বিশেষ করে সংস্কার ও উন্মুক্তকরণের নীতি চালুর পর বিগত ৪০ বছরে চীনে প্রায় ৮০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হয়ে ওঠে।
সম্পাদকীয়তে আরও বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ হলো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত এমন একটি প্রস্তাব, যা বাস্তবায়িত হলে বিশ্বের সকল পক্ষের উন্নয়ন সম্ভব হবে। বর্তমানে বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চল এবং ২৯টি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। বস্তুত, 'এক অঞ্চল, এক পথ' কোনো 'ঋণা-ফাঁদ' নয়; এটি সবার জন্য কল্যাণকর। (লিলি/আলিম)