কর্মপ্রতিবেদনে বলা হয়, এনপিসি'র স্থায়ী কমিটি আইন প্রণয়ন-প্রক্রিয়ার গুণগত মান বাড়িয়ে বিভিন্ন আইন প্রণয়নের গতি দ্রুততর করে আসছে। আইন প্রণয়নের ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। এর মধ্যে অর্থনীতির ক্ষেত্রে আইন প্রণয়নের সাফল্য উল্লেখযোগ্য। এনপিসি'র স্থায়ী কমিটিতে দুই বার বিদেশি ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ আইনের খসড়া প্রস্তাব পর্যালোচনা করা হয় এবং এবারের অধিবেশনে তা পেশ করা হয়। তা ছাড়া, ইলেকট্রনিক বাণিজ্য আইন, যানবাহন ক্রয় ট্যাক্স আইন, এবং কোম্পানি আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে এবং এসব ক্ষেত্রের সংস্কারও বেগবান করা হয়েছে।
কর্মপ্রতিবেদনে নতুন বছরে আইন প্রণয়নের তালিকা তুলে ধরা হয়। এ প্রসঙ্গে লি চান শু বলেন, চলতি বছর বাজারায়নের সংস্কারকাজ গভীরতর করা এবং উচ্চ মানসম্পন্ন উন্মুক্তকরণ কার্যক্রম সঙ্গে সঙ্গতিপুর্ণ আইন যত তাড়াতাড়ি সম্ভব প্রণয়ন করা হবে। জীবিকার উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, মেধাস্বত্বের সংরক্ষণ, সমাজ-প্রশাসন ও পরিবেশবান্ধব সভ্যতা গড়ে তোলাসহ বিভিন্ন ক্ষেত্রের আইন প্রণয়নকাজও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। (লিলি/আলিম)