সাংবাদিকদের সামনে চীনের কূটনীতি ও বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ব্যাখ্যা করলেন ওয়াং ই
  2019-03-08 16:50:04  cri

মার্চ ৮: চীনের কূটনীতি এবং বিভিন্ন দেশের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক ব্যাখ্যা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ (শুক্রবার) তিনি বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

সাংবাদিক সম্মেলনে ওয়াং ই বলেন, চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দৃঢ়ভাবে বহুপক্ষবাদ এবং জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করতে ইচ্ছুক।

তিনি বলেন, চলতি বছর নয়া চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। ৭০ বছরে চীন কূটনীতিতে বেশ এগিয়েছে; অতিক্রম করেছে বিভিন্ন প্রতিবন্ধকতা। চীন দিন দিন বিশ্বমঞ্চের কেন্দ্রে চলে আসছে। চীনের কূটনীতির সাফল্য চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়া অর্জিত হাতো না। সিপিসি চীনা কূটনীতির সাফল্যের মৌলিক রাজনৈতিক নিশ্চয়তা।

চীন-ইউরোপ সম্পর্ক প্রসঙ্গে ওয়াং ই বলেন, মার্চ মাসের শেষ দিকে প্রেসিডেন্ট সি ইউরোপ সফর করেন। এতে ইউরোপের প্রতি চীনের সমর্থন প্রতিফলিত হয়। চীন বরাবরই ইউরোপের একীকরণ প্রক্রিয়া ও ইউরোপীয় ইউনিয়নের ঐক্যকে সমর্থন করে আসছে।

ওয়াং ই বলেন, চলতি বছর হচ্ছে চীন-রাশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী। দু'দেশ এই সুযোগকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায়।

হুয়াওয়েই কোম্পানির চিফ ফাইন্যান্স অফিসার মোং ওয়ান চৌ'র মামলা প্রসঙ্গে ওয়াং ই বলেন, সম্প্রতি চীনের নির্দিষ্ট কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক দমনমূলক আচরণ করা হয়েছে এবং হচ্ছে। চীন দৃঢ়ভাবে চীনা শিল্পপ্রতিষ্ঠান ও নাগরিকদের বৈধ স্বার্থ সুরক্ষা করবে। এটা চীনা সরকারের দায়িত্ব। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040