দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' শীর্ষ ফোরাম হবে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কাজ: ওয়াং ই
মার্চ ৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এপ্রিলে বেইজিংয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক শীর্ষ ফোরাম হবে চলতি বছর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক কাজ। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ভাষণ দেবেন এবং নেতৃবৃন্দের গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন। আজ (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সাংবাদিক সম্মেলনে ওয়াং ই এসব কথা বলেন।
ওয়াং ই বলেন, এখন পর্যন্ত বিদেশি নেতৃবৃন্দের মধ্যে যারা এ ফোরামে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সংখ্যা প্রথম শীর্ষ ফোরামে অংশগ্রহণকারীদের চেয়ে বেশি। ফোরামে শতাধিক দেশের বিভিন্ন মহলের প্রতিনিধিরাও অংশ নেবেন। ফোরামে প্রথমবারের মতো শিল্পপতিদের সম্মেলনের আয়োজন করা হবে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর শিল্প ও বাণিজ্য মহলের মধ্য সহযোগিতার প্লাটফর্ম সৃষ্টি হবে বলে আশা করা যায়। (লিলি/আলিাম)