চীন-মার্কিন সম্পর্ক হতে হবে সমন্বয়পূর্ণ, সহযোগিতামূলক ও স্থিতিশীল: ওয়াং ই
  2019-03-08 15:11:00  cri

মার্চ ৮: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাঁর দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পথ খুবই স্পষ্ট; এ সম্পর্ক হতে হবে সমন্বয়পূর্ণ, সহযোগিতামূলক ও স্থিতিশীল। দু'দেশের নেতৃবৃন্দের মধ্যে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ মতৈক্যও হয়েছে। এখন দু'দেশের বিভিন্ন মহলের উচিত এ মতৈক্য অনুসারে যৌথ প্রচেষ্টা চালানো। তিনি আজ (শুক্রবার) চীনের ত্রয়োদশ জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে ওয়াং ই বলেন, বিগত ৪০ বছরে চীন-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কে একদিকে ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে, অন্যদিকে এ সম্পর্ক সময় সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং হচ্ছে। বিগত অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে, দু'দেশের পারস্পরিক সহযোগিতা উভয়ের জন্য কল্যাণকর এবং বাণিজ্যযুদ্ধ উভয়ের জন্যই ক্ষতিকর। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040