সি চিন পিং'র কূটনৈতিক চিন্তাধারা নতুন যুগে চীনা কূটনীতির জন্য দিকনির্দেশনা প্রদান করেছে: ওয়াং ই
  2019-03-08 13:37:54  cri
মার্চ ৮: ২০১৮ সালে চীনের কেন্দ্রীয় বিদেশবিষয়ক কর্মসভায় সি চিন পিং'র কূটনৈতিক চিন্তাধারাকে নতুন যুগে চীনা কূটনীতির দিকনির্দেশনা হিসেবে নির্ধারণ করা হয়। এটি চীনের কূটনৈতিক চিন্তাধারা নির্মাণে খুব তাতপর্যপূর্ণ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শুক্রবার) চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে এ সব কথা বলেন।

ওয়াং ই বলেন, চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। গত ৭০ বছর ধরে সিপিসি'র নেতৃত্বে চীনা জনগণ ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে, যার ফলে চীনের ব্যাপক সাফল্যও অর্জিত হয়েছে। চীন বিশ্বমঞ্চের কেন্দ্রে দাঁড়াতে যাচ্ছে বলে সি চিন পিং একসময় তুলে ধরেন।

ওয়াং ই বলেন, বর্তমানে সারা বিশ্ব শতাধিক বছরের পরিবর্তনের মুখোমুখী হচ্ছে। চীন ইতিহাসের নতুন আদিস্থল থেকে নিজের দায়িত্ব ভুলে না গিয়ে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি আরও বেশি আন্তর্জাতিক দায়িত্ব পালন করবে, যাতে বিশ্ব শান্তি ও মানব জাতির অগ্রগতির জন্য আরও বড় অবদান রাখা যায়। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040