বেইজিংয়ে এনপিসি'র অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের পর্যালোচনায় প্রেসিডেন্ট সি ও অন্য নেতৃবৃন্দের অংশগ্রহণ
  2019-03-08 11:24:03  cri
মার্চ ৮: সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়াম্যান সি চিন পিং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি চান শু, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সম্পাদক চাও ল্য চি এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও উপ-প্রধানমন্ত্রী হান জেং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে আলাদা আলাদাভাবে ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নেন।

কান শু প্রদেশের প্রতিনিধি দলের সঙ্গে পর্যালোচনায় প্রদেশটির ব্যাপক কর্মকর্তাদের প্রতি চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা ও সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনায় স্থিতিশীলতার মধ্যে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন সি চিন পিং। তিনি বলেন, ২০২০ সালের মধ্যে দারিদ্র্যমুক্তির লক্ষ্য বাস্তবায়ন থেকে মাত্র দু'বছর বাকি। সবার উচিত এ লক্ষ্য বাস্তবায়নের জন্য দারিদ্র্যমুক্তির দিকে এগিয়ে যাওয়া।

লি খ্য ছিয়াং কুয়াং তোং ও ছিং হাই প্রাদেশিক প্রতিনিধি দলের পর্যালোচনায় যোগ দেন। তিনি বলেন, উন্নয়নের চেতনায় অর্থনৈতিক উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার কাজ সমন্বিতভাবে চালাতে হয়।

এছাড়া লি চান শু, ওয়াং হু নিং, চাও ল্য চি ও হান জেং আলাদাভাবে নানা প্রাদেশিক প্রতিনিধি দলের পর্যালোচনায় যোগ দেন। (রুবি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040