শুল্ক ও খরচ কমানো হলো চলতি বছর ইতিবাচক আর্থিক নীতির বড় ব্যাপার: চীনা অর্থমন্ত্রী
  2019-03-07 17:10:48  cri
মার্চ ৭: চীনের জারি করা ইতিবাচক আর্থিক নীতি চলতি বছর আরো জোরালো হবে। ব্যাপকভাবে শুল্ক ও খচর কমানোর সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয়ের আকার সম্প্রসারণ করা যাবে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বরাদ্দের মাত্রা বাড়ানো যাবে।

আজ (বৃহস্পতিবার) চীনের অর্থমন্ত্রী লিউ খুন বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনের সাংবাদিক সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, চলতি বছর চীন আরো ব্যাপকভাবে শুল্ক ও খরচ কমাবে, বাজারের আত্মবিশ্বাস জোরদার করবে এবং অর্থনীতির প্রবৃদ্ধি স্থিতিশীল করে তুলবে।

তিনি উল্লেখ করেন, মূল্য সংযোজন করের সংস্কার গভীরতর করা হলো চলতি বছর চীনের শুল্ক ও খরচ কমানোর কেন্দ্রীয় বিষয়।

তিনি আরো বলেন, চলতি বছর চীন দারিদ্র্যমুক্ত, কৃষি, গ্রাম ও কৃষক, কাঠামোগত বিন্যাস, বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীলতা, পরিবেশবান্ধব, জীবিকার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ বাড়াবে। চীনের জোরালো ইতিবাচক আর্থিক নীতি চীনা অর্থনীতির উচ্চ গুণগতমানসম্পন্ন উন্নয়নকে বেগবান করবে বলে অর্থমন্ত্রী লিউ খুন জোর দিয়ে বলেন। লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040