চীন সরকারের কর্মপ্রতিবেদন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে
  2019-03-07 16:36:00  cri
মার্চ ৭: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন গত মঙ্গলবার বেইজিংয়ে শুরু হয়। এতে চীন সরকারের কর্মপ্রতিবেদন পেশ করা হয়; যা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। কর্মপ্রতিবেদনে উল্লেখিত উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নকে এনিয়ে নেওয়া, সার্বিক উন্মুক্তকরণ বজায় রাখা এবং দারিদ্র্যমুক্তিসহ বিভিন্ন বিষয় বিশ্বব্যাপী আলোচিত হয়েছে।

ইসরাইলের উদ্ভাবনী ব্যুরোর প্রধান আহারন বলেন, কৃষি প্রযুক্তিতে উদ্ভাবনী এগিয়ে নিয়েছে চীন। চীন বিশ্বের কৃষি উন্নয়নে মৌলিক ভূমিকা পালন করেছে। ধীরে ধীরে চীন প্রযুক্তির বড় দেশে পরিণত হচ্ছে এবং প্রযুক্তি উন্নয়ন খাতে চীনের অবদান বিশ্বের জন্য কল্যাণ বয়ে এনেছে।

দক্ষিণ কোরিয়ার সুংকিউনকয়ান বিশ্ববিদ্যালয়ের চীন গবেষণা ইনস্টিটিউটের প্রধান লি হি-ওক বলেন, চীনের উন্মুক্তকরণ আরও উন্নত করা বহুপক্ষবাদ ও মুক্ত বাণিজ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

নাইরোবির কেনিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অর্থনীতি বিশেষজ্ঞ গ্যারিশন ইকিয়ারা বলেন, চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে অনেক সফলতা অর্জিত হয়েছে। চীনের উন্নয়নের এ অভিজ্ঞতা আফ্রিকার সঙ্গে বিনিময় করতে পারে চীন।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040