চীনে আরো উন্নত ও আকর্ষণীয় হয়ে উঠবে ব্যবসায়িক পরিবেশ ও শিল্প প্রতিষ্ঠা
  2019-03-07 15:50:08  cri
মার্চ ৭: চীনের সর্বোচ্চ ক্ষমতা সংস্থা বা জাতীয় গণ-কংগ্রেসের কাছে পেশ করা চীনের সরকারি কর্ম-বিবরণীতে 'বাজারের প্রাণশক্তি জোগানো এবং ব্যবসায়িক পরিবেশ সুবিন্যাস্ত'কে সরকারের দশটি কর্তব্যের মধ্যে অন্যতম একটি হিসেবে নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক জটিল ও পরিবর্তনশীল বাণিজ্যিক সম্পর্ক এবং চীনা অর্থনীতির উচ্চ গুণগত মানসম্পন্ন দিকে চলে যাওয়ার প্রেক্ষাপটে অবিচলভাবে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন করা চীনা অর্থনীতির প্রাণশক্তি ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা বাড়ানো ছাড়াও, বিশ্বের পুঁজি বিনিয়োগকারীদের জন্য দারুণ সুখবর বলে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআইয়ের সম্পাদকীয়তে মনে করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, ব্যবসায়িক পরিবেশ যত বেশি উন্নত হবে, তত বেশি মানুষ ও পুঁজি আকৃষ্ট হবে। বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের সক্রিয় হয়ে ওঠার মান হলো একটি দেশ ও অঞ্চলের ব্যবসায়িক পরিবেশ পরিমাপের গুরুত্বপূর্ণ সূচক।

উন্নয়নের আরো জটিল ও কঠোর পরিবেশের সম্মুখীন হয়ে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন করতে চীন ধারাবাহিক ব্যবস্থা গ্রহণ করবে। সরকার এবং বাজারের সম্পর্ক মোকাবিলা করা, বাজারের প্রবেশ শিথিল করা, ন্যায্যতা ও তত্ত্বাবধান জোরদার এবং আইনগত, আন্তর্জাতিক ও সুবিধাজনক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা হলো চীন সরকারের প্রধান কর্তব্য। লিলি/টুটুল

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040