0309jingji
|
১. চলতি বছর চীনের জিডিপি ৬ থেকে ৬.৫ শতাংশ বৃদ্ধি পাবে; শহর ও থানা পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ১ কোটি ১০ লক্ষাধিক, এবং গ্রামাঞ্চলে দরিদ্র লোকের সংখ্যা ১ কোটি হ্রাস পাবে। গত মঙ্গলবার চীনের জাতীয় গণকংগ্রেসে পেশ করা সরকারি কর্মপ্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার শহরাঞ্চলে নিবন্ধিত বেকারের সংখ্যা ৪.৫ শতাংশে নামিয়ে আনতে চায়।
কর্মপ্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে চীনের বাজেট ঘাটতি হতে জিডিপি'র ২.৮ শতাংশ। ২০১৮ সালে বাজেট ঘাটতি ছিল জিডিপি'র ২.৬ শতাংশ। হিসেব অনুসারে, চলতি বছর চীনের মোট বাজেট ঘাটতি হবে ২.৭৬ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ৪১২০০ কোটি মার্কিন ডলার)। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বাজেট-ঘাটতি হবে ১.৮৩ ট্রিলিয়ন ইউয়ান এবং স্থানীয় সরকারসমূহের মোট বাজেট-ঘাটতি হবে ৯৩০ বিলিয়ন ইউয়ান।
কর্মপ্রতিবেদনে আরও বলা হয়েছে, শহুরে ও গ্রামীণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ ভোগ বাড়ানো হবে। পাশাপাশি, বিভিন্ন উপায়ে পণ্য ও সেবার মান বাড়ানো হবে। এ ছাড়া, বেসরকারি খাতে বিনিয়োগ সহজতর করার জন্যও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রতিবেদনে বলা হয়, দেশে ৬০ বা তারচেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। এ অবস্থায় বয়ষ্কসেবার মান বাড়াতে সচেষ্ট হবে সরকার। পাশাপাশি, শিশুসেবা খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতেও উদ্যোগ নেওয়া হবে।
কর্মপ্রতিবেদনে পর্যটনশিল্পের উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণের এবং অটোমোবাইলের ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে।
২. গণকংগ্রেসে পেশ করা সরকারি কর্মপ্রতিবেদনে অবকাঠামো খাতে ব্যয় বাড়ানোর কথা বলেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। কর্মপ্রতিবেদনে বলা হয়েছে, রেলপথ নির্মাণে ৮০০০০ কোটি ইউয়ান এবং সড়ক ও নৌপথসংশ্লিষ্ট প্রকল্পে ১.৮ ট্রিলিয়ন ইউয়ান ব্যয় করা হবে।
প্রধানমন্ত্রী জানান, চলতি বছর কেন্দ্রীয় সরকারের বাজেটে অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ৫৭৭৬০ কোটি ইউয়ান বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৪০০০ কোটি ইউয়ান বেশি।
৩. এদিকে, চীন আন্তর্জাতিক বেতার এক সম্পাদকীয়তে বলেছে, বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিলে চীন সরকারের উল্লেখিত লক্ষ্যমাত্রা ইতিবাচক ও বাস্তবসম্মত। চীন সরকার অর্থনীতির উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সম্পাদকীয়তে আরও বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে ২০১৮ সালে চীনের অর্থনীতির আকার ৯০ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায়। এখনই উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নের পথে হাঁটার উপযুক্ত সময়।
উল্লেখ্য, প্রত্যাশিত লক্ষ্য অর্জনের জন্য চীন সরকার চলতি বছর দশটি গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করেছে। এগুলোর মধ্যে আছে: ব্যবসার পরিবেশ সুবিন্যাস্ত করা; দারিদ্র্যবিমোচন কার্যক্রম জোরদার করা; দূষণ প্রতিরোধ-কার্যক্রম জোরালো করা, ইত্যাদি।
৪. বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রবণতা প্রমাণ করে যে, বৈশ্বিক অর্থনীতিতে চীনের ভূমিকা দিন দিন বাড়ছে। কাবুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর রেজা ফারজাম সম্প্রতি সিনহুয়ার কাছে এ মন্তব্য করেন।
তিনি বলেন, চীনের উন্মুক্তকরণনীতি দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির ওপর দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। উপাত্ত বলছে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি হ্রাস পাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, চীন এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
তিনি আরও বলেন, চীনের নীতিমালা বৈশ্বিক অর্থনীতেও ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।
৫. ২০১৮ সালে চীনের পুঁজিবাজারে ৭.১ ট্রিলিয়ন ইউয়ান (প্রায় ১.১ ট্রিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করেছেন শেয়ারহোল্ডাররা।
সরকারি উপাত্ত অনুসারে, গেল বছর চায়নিজ সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি) ১০৫টি কোম্পানিকে পুঁজিবাজারে শেয়ার বিক্রির অনুমতি দেয়। কোম্পানিগুলো বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে ১৩৭৮০ কোটি ইউয়ান সংগ্রহ করে।
৬. মর্গান স্ট্যানলির অর্থনীতিবিদ রবিন সিং বলেছেন, বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে চীনের ইউয়ান ভবিষ্যতে আরও বেশি স্বীকৃতি পাবে। আর এর কারণ, চীন নিজের পুঁজিবাজারকে ধীরে ধীরে উন্মুক্ত করার নীতি গ্রহণ করেছে।
তিনি বলেন, আগামী পাঁচ থেকে দশ বছরে বৈশ্বিক রিজার্ভ মুদ্রার বাজারের ৫ শতাংশ দখল করবে ইউয়ান, যেখানে বর্তমানে ইউয়ানের শেয়ার ২ শতাংশের কম।
তার হিসেবে, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে চীনের ইউয়ান রিজার্ভ মুদ্রা হিসেবে ব্রিটিশ পাউন্ড ও জাপানি ইয়েনকে ছাড়িয়ে তৃতীয় স্থানে চলে যাবে। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে যথাক্রমে মার্কিন ডলার ও ইউরো।
৭. গেল জানুয়ারিতে চীনের অপরিশোধিত তেলের উত্পাদন আগের বছরের জানুয়ারির চেয়ে ০.৩ শতাংশ বেড়েছে। জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে দেশে অপরিশোধিত তেল উত্পন্ন হয়েছে ১৬.১৯ মিলিয়ন টন। অন্যদিকে, একই মাসে চীন ৪৯.৯৭ মিলিয়ন টন তেল পরিশোধন করেছে। চীন তার চাহিদার ৬০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে থাকে।
কমিশনের উপাত্ত অনুসারে, জানুয়ারিতে চীন ৪২.৬ মিলিয়ন টন অপরিশোধিত তেল আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫.১ শতাংশ বেশি।
৮. আগামী চার বছরে আল্ট্রা এইচভি ডিভিও শিল্পের উন্নয়নে ৪ ট্রিলিয়ন ইউয়ান (এক ট্রিলিয়ন=১০০০ বিলিয়ন; এক বিলিয়ন=১০০ কোটি) ব্যয় করবে চীন। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরো, এবং চায়না মিডিয়া গ্রুপ গত ২৮ ফেব্রুয়ারি 'আল্ট্রা এইচডি ভিডিও শিল্পের উন্নয়ন পরিকল্পনা (২০১৯-২০২২)' প্রকাশ করে।
পরিকল্পনা অনুসারে, উক্ত চার বছরে চীন আল্ট্রা হাই ডেফিনেশান ইমেজিং, ত্রিমাত্রিক শব্দ সংগ্রহ, ফেস রিকগনিশান প্রযুক্তি, কোর চিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি উন্নয়নে কাজ করবে। ২০২২ সাল পর্যন্ত চীন বেতার ও টিভি, বিনোদন ও শিক্ষা, নিরাপত্তা সুরক্ষা, চিকিত্সা ও স্বাস্থ্য এবং বৃদ্ধিমান পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে আল্ট্রা এইচডি ভিডিও প্রযুক্তি ব্যবহার করবে বলেও পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
৯. চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনা অনুসারে, চলতি বছর অন্তর্মঙ্গোলিয়ায় ১ লাখ ৪০ হাজার লোককে দারিদ্র্যমুক্ত করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই পরিকল্পনা প্রণয়ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০১৮ সালের ৫ মার্চ প্রেসিডেন্ট সি অন্তর্মঙ্গোলিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় বলেন, গ্রামের সঞ্জীবনীশক্তি পুনরুদ্ধারের কৌশলের সঙ্গে দারিদ্র্যবিমোচন কার্যক্রমের সমন্বয় ঘটানো উচিত। এতে গ্রামাঞ্চলের কৃষি ও পশুপালন শিল্পকে উন্নত করা সম্ভব হবে।
১০. ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু জিএনআই (গ্রস ন্যাশনাল ইনকাম) ৩০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ তথ্য জানায়।
ব্যাংক জানায়, গেল বছর দেশের মাথাপিছু জিএনই ছিল ৩১,৩৪৯ মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৫.৪ শতাংশ বেশি।
১১. ভিয়েতনাম চলতি বছরের প্রথম দুই মাসে তৈরি অটোমোবাইল ও অটোমোবাইলের যন্ত্রাংশ আমদানিতে ব্যয় করেছে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি, যা আগের বছরের একই সময়ের চেয়ের ১০৫.১ শতাংশ বেশি।
দু'মাসে দেশটি আমদানি করেছে ১৯,৭০০ সম্পূর্ণ তৈরি গাড়িআ, যার মূল্য ৪৬২ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে দেশটি তৈরি অটোমোবাইল ও অটোমোবাইলের যন্ত্রাংশ আমদানিতে ব্যয় করেছিল ৫৪০ কোটি মার্কিন ডলার।
১২. বিশ্বব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা ৩১০ মেগাওয়াট যোগ করতে এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে, বেসরকারিখাতে ১৮৫ মিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে।
এই উদ্যোগের আওতায় ফেনী জেলায় প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াটের বড় ধরনের সৌর জ্বালানি প্যানেল পার্ক নির্মিত হবে। বর্তমানে সরবরাহ গ্রিডে ১.৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হয়।
এ প্রকল্পে জীবাশ্ম জ্বালানি পরিহারের ফলে তা স্বচ্ছ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিচ্ছন্ন বায়ুমণ্ডলের সহায়ক হবে, যাতে বছরে ৩৭৭০০০ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমবে।
১৩. গুগল, আমাজান, ফেসবুক ও ইউটিউবে বাংলাদেশ থেকে কোনো বিজ্ঞাপন দেওয়া হলে এখন থেকে ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) নেবে সরকার। বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাইরে এ ধরনের সেবায় বিজ্ঞাপন থেকে এতদিন ধরে সরকার কোনো শুল্ক আদায় করত না।
গত বছরের এপ্রিলে গুগল, ফেসবুক, ইউটিউবের মতো ওয়েবসাইটে বাংলাদেশ থেকে দেওয়া বিজ্ঞাপনের লেনদেন থেকে সব ধরনের রাজস্ব আদায়ের নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে, এই ভ্যাট আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ২২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দিয়েছিল এনবিআর। সম্প্রতি এনবিআরের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করতে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। (আলিমুল হক)