পাকিস্তান ও ভারতের সংলাপে স্বাগত জানায় চীন
  2019-03-07 09:53:18  cri
মার্চ ৭: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সংলাপের মাধ্যমে ভালোভাবে মতভেদ সমাধানকে স্বাগত জানায় বেইজিং।

৫ মার্চ ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার নয়াদিল্লীতে ফিরে যান। এরপর ১৪ ও ২৮ মার্চ পরস্পরের দেশে প্রতিনিধিদল পাঠানো এবং পাক-ভারত সীমান্ত এলাকার কর্তারপুর করিডোর ইস্যুতে পরামর্শের জন্য ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে মুখপাত্র লু বলেন, দু'দেশের নতুন অগ্রগতিকে স্বাগত জানানোর পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির উত্তেজনা প্রশমন কামনা করে বেইজিং। পাকিস্তান ও ভারত চিরদিনের প্রতিবেশী দেশ, দু'দেশের সুষম সহাবস্থান দু'পক্ষের স্বার্থ ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক। দু'দেশের সংলাপে গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করবে চীন।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040