শুল্ক ও ব্যয় কমানোর সিদ্ধান্ত চীনের অর্থনীতিতে চালিকাশক্তি যোগাবে: সিআরআই সম্পাদকীয়
  2019-03-06 16:56:36  cri
মার্চ ৬: উন্নয়ন-প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলায়, চীন সরকার প্রায় ২ট্রিলিয়ন ইউয়ানের শুল্ক ও ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনা চীনের বাজার এবং সাধারণ জনগণের জন্য তাত্পর্যপূর্ণ। এ সিদ্ধান্ত চীনের অর্থনীতিতে নতুন চালিকাশক্তি যোগাবে। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর এক সম্পাদকীয়তে এমন মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি হ্রাস পাচ্ছে; ইউরো জোনের অর্থনীতি অস্থিতিশীল; যুক্তরাষ্ট্রের অর্থনীতিও জটিলতার মধ্যে পড়তে যাচ্ছে। এদিকে, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া এবং চীন-মার্কিন বাণিজ্য-সংঘাতসহ নানান অনিশ্চিত উপাদানও রয়েছে। চীনের অর্থনীতিও নিম্নমুখী চাপ ও নানান ঝুঁকি মোকাবিলা করছে। এ অবস্থায়, এবার চীন সরকার শুল্ক ও ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করেছে, তা ইতিবাচক। এতে বাজার চাঙ্গা হবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040