চীন প্রতিবেশবান্ধব সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে: জাতিসংঘ কর্মকর্তা
  2019-03-06 16:03:05  cri

মার্চ ৬: চীন প্রতিবেশবান্ধব সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি এনপিসি'র অধিবেশনে পেশ করা সরকারি কর্মপ্রতিবেদনে চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ বিষয়ে আরও কিছু উদ্যোগের কথাও উল্লেখ করেছেন। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের ভারপ্রাপ্ত কার্যনির্বাহী পরিচালক জয়েস সুইয়া চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর সাংবাদিকদেরকে এ কথা বলেন।

তিনি বলেন, "২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি চীনে অবস্থান করেছি। আমি নিজের চোখে দেখেছি কীভাবে চীনা সরকার বায়ুতে পিএম-২.৫ কমিয়ে আনতে নেতৃত্বের ভূমিকা পালন করেছে। চীনের পরিবেশ সংরক্ষণের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী।" (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040