তিনি বলেন, সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা অনুসারে এবং পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশ নতুন গুরুত্বপূর্ণ ফলাফল লাভ করেছে। প্রধান রাজনৈতিক লক্ষ্য হিসেবে সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের চিন্তাধারা শিখতে হবে এবং অনুসরণ করতে হবে।
হ্যপেই প্রদেশের কর্মকর্তারা সি চিন পিংয়ের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসারে পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও ব্যবস্থাপনা অনুযায়ী বেইজিং-থিয়েনচিন-হ্যপেই অঞ্চলের সমন্বিত উন্নয়ন, সিওংআন নতুন অঞ্চলের পরিকল্পনা ও নির্মাণ এবং শীতকালীন অলিম্পিকের প্রস্তুতিমূলক কাজকে "তিনটি গুরুত্বপূর্ণ বিষয়" হিসেবে সুষ্ঠুভাবে পালন করতে হবে। এর উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিয়ে অব্যাহতভাবে নতুন সাফল্য অর্জনের প্রত্যাশা করেন তিনি।
(আকাশ/তৌহিদ)