দুই অধিবেশনে চীনের চিয়াংসি প্রতিনিধি দলের পর্যালোচনা
  2019-03-06 14:11:21  cri
মার্চ ৬: গতকাল (মঙ্গলবার) চীনের জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি চান শু চিয়াংসি প্রতিনিধিদলের সঙ্গে সরকারি কর্মবিবরণী পর্যালোচনা করেছেন।

লি বলেন, চিয়াংসি প্রতিনিধিদল চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনার গবেষণা করে দুই অধিবেশনের সংশ্লিষ্ট দাবি বাস্তবসম্মতভাবে চালু করবে বলে আশা করেন তিনি। নতুন যুগে সি চিন পিংয়ের চীনা সমাজতান্ত্রিক চিন্তাধারার অনুশীলন করে আঞ্চলিক গুণগতমানের উন্নয়ন বাস্তবায়ন করা এবং পরিবেশ সংরক্ষণের সঙ্গে সঙ্গে দারিদ্র্যমুক্তির কথা বলেন লি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে নাগরিক ও সরকারি কর্মকর্তাদের আবেগ উত্সাহের মাধ্যমে অর্থনীতি ও সমাজের উন্নয়নে চেষ্টা চালানোর প্রত্যাশা করেন লি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040