এনপিসি'র হেইলংচিয়াং প্রতিনিধিদলের পর্যালোচনায় চাও ল্য চির অংশগ্রহণ
  2019-03-06 10:47:19  cri

মার্চ ৬: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য, কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিটির সম্পাদক চাও ল্য চি গতকাল (মঙ্গলবার) বিকেলে এনপিসি'র হেইলংচিয়াং প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন।

এসময় চাও ল্য চি জোর দিয়ে বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা এবং সরকারি কর্মবিরবণীর নানা বিষয় বাস্তবায়ন করতে চাইলে কঠোরভাবে পার্টি শাসন একটি গুরুত্বপূর্ণ শর্ত। সিপিসি'র নানা পর্যায়ের সংস্থা নিজের দায়িত্ব পালন করে কঠোরভাবে পার্টির কাজ এগিয়ে নিতে হবে। বিভিন্ন পর্যায়ের শৃঙ্খলা তদারক সংস্থা অর্থনৈতিক সমাজ উন্নয়নের নানা নীতির বাস্তবায়ন কাজ তত্ত্বাবধান করে। আমলাতন্ত্র ও আনুষ্ঠানিকতাসহ নানা সমস্যা দূর করা হবে। সম্পদ উন্নয়ন, ঋণ, প্রকল্প বিডিং এবং গণ আর্থিক ব্যয়সহ নানা ক্ষেত্রের দুর্নীতি দমন করার কথাও বলেন চাও।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040