গতকাল (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বেইজিংয়ে উদ্বোধন করা হয়। চীনে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত লিলা মানি পাউদয়াল চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের পেশ করা সরকারি কর্মবিবরণী শোনার পর সিআরআইকে দেওয়া সাক্ষাত্কারে এ-কথা বলেছেন।
তিনি মনে করেন, সরকারি কর্মবিবরণীতে দারিদ্র্যমোচন, অর্থনীতির উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, অবকাঠামো নির্মাণ এবং গ্রাম পুনরুদ্ধানসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তা ২০১৯ সালে সরকারি কাজের দিক-নির্দেশনা দিয়েছে।
তিনি আরও বলেন, চীন ও নেপাল সুপ্রতিবেশী দেশ। দু'দেশের সহযোগিতার সুযোগ অনেক বেশি। বিশেষ করে অবকাঠামো নির্মাণে চীনের বিরাট সাফল্য রয়েছে। নেপালের উচিত চীনের কাছ থেকে শেখা, অবকাঠামো নির্মাণ সুসংহত করা এবং আর্থিক উন্নয়নের ভিত্তি স্থাপন করা।
চলতি বছর নয়া চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। পাউদয়াল আশা করেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে দু'দেশ সহযোগিতা জোরদার করবে ও ঐতিহ্যিক মৈত্রী বাড়াবে।
(শুয়েই/তৌহিদ)