সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠনের চেষ্টা করতে হবে: সিপিপিসিসি'র চেয়ারম্যান
  2019-03-06 10:29:32  cri

মার্চ ৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং ইয়াং গতকাল (মঙ্গলবার) সিছুয়ান প্রতিনিধিদলের সঙ্গে সরকারি কর্ম-বিবরণী পর্যালোচনা করেছেন।

ওয়াং ইয়াং বলেন, গত এক বছরে জটিল আন্তর্জাতিক পরিবেশ এবং দেশের সংস্কারের কাজে চীনের কমিউনিস্ট পার্টি জনগণকে নেতৃত্ব দিয়ে কার্যকরভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। জনগণের জীবনমান উন্নত হচ্ছে, দেশের অর্থনীতির টেকসই ও সুষ্ঠু উন্নয়ন এবং সমাজের স্থিতিশীলতা বজায় রয়েছে। কমিউনিস্ট পার্টি ও দেশের বিভিন্ন ব্রতের ঐতিহাসিক পরিবর্তন ঘটছে।

ওয়াং ইয়াং ২০১৮ সালে সিছুয়ান প্রদেশের অর্থনীতি ও সমাজের উন্নয়নের স্বীকৃতি দিয়ে বলেন, ২০১৯ সাল হলো সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তিনি আশা করেন, সিছুয়ান প্রদেশ দারিদ্র্যবিমোচনের কাজ জোরদার করবে, পুঁজি বিনিয়োগের পরিবেশ সুসংহত করবে, বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করবে, ধর্মীয় ক্ষেত্রের সুষম ও স্থিতিশীলতা রক্ষা করবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040