মার্চ ৬: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য চীনের উপ-প্রধানমন্ত্রী হান চেং গতকাল (মঙ্গলবার) শায়ানসি প্রদেশের প্রতিনিধিদলের সঙ্গে সরকারি কার্যবিবরণী পর্যালোচনা করেছেন।
প্রতিনিধিদের কথা শুনে হান চেং বলেন, তিনি প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সরকারি কার্যবিবরণীর সঙ্গে পুরোপুরি একমত। গেল বছর জটিল আন্তর্জাতিক পরিস্থিতি, কষ্টকর অভ্যন্তরীণ সংস্কার ও স্থিতিশীল উন্নয়নের মুখে কমরেড সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পার্টি ও জনগণ বিভিন্ন সমস্যা মোকাবিলা করেছে এবং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এগিয়ে নিয়েছে।
প্রতিনিধিদের প্রস্তাব ও পরামর্শের প্রতি হান চেংও ইতিবাচক মনোভাব দেখান। সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নির্দেশনা অনুযায়ী শায়ানসি প্রদেশের অর্থনীতির সুষ্ঠু ও টেকসই উন্নয়ন, আধুনিক ও বৈশিষ্ট্যময় কৃষি, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে অংশগ্রহণসহ নানা জাতীয় কৌশল বাস্তবায়নের প্রত্যাশা করেন হান চেং।
(শিশির/তৌহিদ)