এ সম্পর্কে চীন আন্তর্জাতিক বেতার এক সম্পাদকীয়তে বলেছে, বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিলে চীন সরকারের উল্লেখিত লক্ষ্যমাত্রা ইতিবাচক ও বাস্তবসম্মত। চীন সরকার অর্থনীতির উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সম্পাদকীয়তে আরও বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে ২০১৮ সালে চীনের অর্থনীতির আকার ৯০ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায়। এখনই উচ্চ গুণগত মানসম্পন্ন উন্নয়নের পথে হাঁটার উপযুক্ত সময়।
উল্লেখ্য, প্রত্যাশিত লক্ষ্য অর্জনের জন্য চীন সরকার চলতি বছর দশটি গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করেছে। এগুলোর মধ্যে আছে: ব্যবসার পরিবেশ সুবিন্যাস্ত করা; দারিদ্র্যবিমোচন কার্যক্রম জোরদার করা; দূষণ প্রতিরোধ-কার্যক্রম জোরালো করা, ইত্যাদি। (লিলি/আলিম)