বিশ্বের প্রধান বড় দেশের সঙ্গে যোগাযোগ, বৈঠক, সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে চীন: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2019-03-05 11:44:16  cri
মার্চ ৫: ২০১৯ সালে চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং পরস্পরের জন্য কল্যাণকর উন্মুক্তকরণ কৌশল বজায় রাখবে। পাশাপাশি, প্রধান প্রধান বড় দেশগুলোর সঙ্গে যোগাযোগ, বৈঠক, সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে। চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীরতর করবে এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ করবে। চীন বহুপক্ষবাদ ও জাতিসংঘ সনদকেন্দ্রীক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করবে।

আজ (মঙ্গলবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে পেশ করা সরকারি কর্মবিবরণীতে এসব তথ্য উল্লেখ করেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

কর্মবিবরণীতে বলা হয়, চীন ইতিবাচকভাবে বিশ্ব প্রশাসন ব্যবস্থার সংস্কার ও সুবিন্যাসের কাজে অংশগ্রহণ করবে, উন্মুক্ত বিশ্ব অর্থনীতি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ থাকবে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের কাজ এগিয়ে নেবে। এ ছাড়া, বিশ্বজুড়ে চ্যালেঞ্জ এবং আঞ্চলিক উত্তপ্ত বিষয়গুলো মোকাবিলার জন্য আরও গঠনমূলক প্রস্তাব উত্থাপন করবে চীন।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040