পাশাপাশি, দৃঢ়ভাবে আর্থিক বিশ্বায়ন ও অবাধ বাণিজ্য রক্ষা করা, সক্রিয়ভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে অংশ নেওয়া, আরসিইপি'র চালু করা, চীন-জাপান-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য এলাকা, চীন-ইউরোপ পুঁজি বিনিয়োগকারী চুক্তির আলোচনা এবং চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক পরামর্শ অব্যাহতভাবে বাস্তবায়ন করবে চীন। বরাবরের মতো সমতা ও পরামর্শের মাধ্যমে বাণিজ্যিক মতভেদ দূর করা, প্রতিশ্রুতি পালন করা এবং নিজের বৈধ স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার কথাও কর্মবিবরণীতে বলা হয়।
(সুবর্ণা/তৌহিদ)