বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের স্বাধীনতা ও সুবিধা দিতে বহু ব্যবস্থা নেবে চীন
  2019-03-05 11:14:28  cri
মার্চ ৫: আজ (মঙ্গলবার) চীনের সরকারি কর্মবিবরণীতে বলা হয়েছে, অভিন্ন পরামর্শ, নির্মাণ ও উপভোগের ভিত্তিতে আন্তর্জাতিক ধারণক্ষমতার সহযোগিতা চালু করবে চীন, তৃতীয় বাজার সহযোগিতা সম্প্রসারণ করা, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের যৌথ নির্মাণ বাস্তবায়ন করা এবং 'এক অঞ্চল, এক পথ'সংক্রান্ত দ্বিতীয় ফোরাম আয়োজন করবে চীন।

পাশাপাশি, দৃঢ়ভাবে আর্থিক বিশ্বায়ন ও অবাধ বাণিজ্য রক্ষা করা, সক্রিয়ভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে অংশ নেওয়া, আরসিইপি'র চালু করা, চীন-জাপান-দক্ষিণ কোরিয়া অবাধ বাণিজ্য এলাকা, চীন-ইউরোপ পুঁজি বিনিয়োগকারী চুক্তির আলোচনা এবং চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক পরামর্শ অব্যাহতভাবে বাস্তবায়ন করবে চীন। বরাবরের মতো সমতা ও পরামর্শের মাধ্যমে বাণিজ্যিক মতভেদ দূর করা, প্রতিশ্রুতি পালন করা এবং নিজের বৈধ স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার কথাও কর্মবিবরণীতে বলা হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040