কর্মবিবরণীতে বলা হয়েছে, সরকারের উচিত বাজারে প্রবেশের জন্য নেতিবাচক বিষয়গুলো ব্যাপকভাবে কমানো এবং বিষেধাজ্ঞার না থাকলে প্রবেশ করা যায়-এ কার্যক্রম বাস্তবায়ন করা। পাশাপাশি নানা সম্পদের প্রত্যক্ষ বিতরণ কমানো, যাতে তত্ত্বাবধানের মাধ্যমে সমতাসম্পন্ন প্রতিদ্বন্দিতা সাধন করা যায় এবং বাজারের ঐক্যবদ্ধতা ও সমতাসম্পন্ন প্রতিদ্বন্দিতা বাধা দেওয়ার নানা তত্পরতা নির্মূল করা যায়। (রুবি/তৌহিদ)