ব্যবসার পরিবেশ উন্নত করতে সচেষ্ট চীন: প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2019-03-05 11:03:38  cri
মার্চ ৫: চলতি বছর ঐক্যবদ্ধ ও উন্মুক্ত এবং সুশৃঙ্খল প্রতিদ্বন্দিতাসম্পন্ন আধুনিক বাজারব্যবস্থা প্রতিষ্ঠার কাজ দ্রুততর করার পাশাপাশি আইনি, আন্তর্জাতিকায়ন ও সুবিধাজনক ব্যবসার পরিবেশ উন্নত করা হবে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে পেশ করা সরকারি কর্মবিবরণীতে এ সব তথ্য উল্লেখ করেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং।

কর্মবিবরণীতে বলা হয়েছে, সরকারের উচিত বাজারে প্রবেশের জন্য নেতিবাচক বিষয়গুলো ব্যাপকভাবে কমানো এবং বিষেধাজ্ঞার না থাকলে প্রবেশ করা যায়-এ কার্যক্রম বাস্তবায়ন করা। পাশাপাশি নানা সম্পদের প্রত্যক্ষ বিতরণ কমানো, যাতে তত্ত্বাবধানের মাধ্যমে সমতাসম্পন্ন প্রতিদ্বন্দিতা সাধন করা যায় এবং বাজারের ঐক্যবদ্ধতা ও সমতাসম্পন্ন প্রতিদ্বন্দিতা বাধা দেওয়ার নানা তত্পরতা নির্মূল করা যায়। (রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040