ভোক্তার স্থিতিশীল উন্নয়ন বাস্তবায়ন করে শক্তিশালী অভ্যন্তরীণ বাজার গড়ে তুলবে চীন: লি খ্য ছিয়াং
মার্চ ৫: আজ (মঙ্গলবার) চীনের সরকারি কর্মবিবরণীতে বলা হয়, চলতি বছর বিভিন্ন পদক্ষেপ নিয়ে শহর ও গ্রামীণ অধিবাসীদের আয় বাড়ানো হবে এবং ভোক্তাদের উত্সাহ দেবে চীন সরকার। ভোক্তা চাহিদা অনুসারে বিভিন্ন চ্যানেলে গুণগতমানের পণ্য ও সেবা সরবরাহ বাড়ানো হবে এবং বেসরকারি পুঁজি বিনিয়োগের বাধা দ্রুত দূর করা হবে।
কর্মবিবরণীতে আরও বলা হয়, চীনে ৬০ বছর বয়সের বেশি লোকসংখ্যা ২৫ কোটি। তাই বৃদ্ধদের যত্ন নেওয়ার শিল্প—বিশেষ করে কমিউনিটির বৃদ্ধদের সেবা শিল্প উন্নয়নে সহায়তা দেবে চীন সরকার। পাশাপাশি, পর্যটন খাত ও গাড়ি ভোক্তার স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়ি কেনার সুযোগসুবিধা বাড়ানো হবে।
(সুবর্ণা/তৌহিদ)