ব্যাপকভাবে শুল্ক হ্রাস করবে চীন: সরকারি কর্মবিবরণী
  2019-03-05 10:25:55  cri
মার্চ ৫: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের জাতীয় গণকংগ্রেসে সরকারি কর্মবিবরণী উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বলেন, চলতি বছরে আরও ব্যাপকভাবে শুল্ক হ্রাস করবে চীন; বিশেষ করে নির্মাণ শিল্প এবং ছোট ও ক্ষুদ্রাকৃতির শিল্পপ্রতিষ্ঠানের ওপর থেকে করের বোঝা কমিয়ে দেওয়া হবে। শুল্ক খাতেও সংস্কার গভীর করা হবে বলে জানান তিনি।

কর্মবিবরণীতে আরও বলা হয়, চলমান নির্মাণ শিল্পে বর্তমান ১৬ শতাংশ করের হার ১৩ শতাংশে কমিয়ে আনার চেষ্টা করা হবে, যাতে প্রধান শিল্পের ওপর থেকে করের বোঝা ব্যাপকভাবে হ্রাস পায় এবং সব শিল্পের কর কমে যায়। এতে বাজারের ছোট ও ক্ষুদ্রাকৃতির শিল্পপ্রতিষ্ঠানগুলো কর হ্রাসের সুবিধা উপভোগ করতে পারবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040