চলতি বছর চীনের আর্থিক ঘাটতি ২.৮ শতাংশ হবে
  2019-03-05 09:59:44  cri
মার্চ ৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (মঙ্গলবার) সরকারের কর্ম-বিবরণীতে বলেছেন, যুক্তিযুক্ত পর্যায়ে অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন বজায় রাখার জন্য চীন চলতি বছর অব্যাহতভাবে সক্রিয় আর্থিক নীতি ও স্থিতিশীল মুদ্রা নীতি চালাবে। এর মধ্যে ঘাটতির হার ২.৮ শতাংশ হিসেবে বিন্যাস করা হবে। যা গত বছরের বাজেটের চেয়ে ০.২ শতাংশ বেশি। কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারের আর্থিক ঘাটতির মোট মূল্য ২.৭৬ ট্রিলিয়ন ইউয়ান। তিনি আরো বলেন, চীন মুদ্রা বিনিময় হার ব্যবস্থাকে সুসংহত করবে, রেনমিনপি'র বিনিময় হার যুক্তিযুক্ত মানে স্থিতিশীলতা বজায় রাখবে। (শুয়েই/টুটুল)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040