২০১৯ সালে চীনের জিডিপি'র প্রবৃদ্ধি ৬-৬.৫ শতাংশ হতে পারে: লি খ্য ছিয়াং
  2019-03-05 09:58:23  cri

মার্চ ৫: ২০১৯ সালে চীনের জিডিপি'র প্রবৃদ্ধি ৬-৬.৫ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের ত্রয়েদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে পেশ করা সরকারি কর্মবিবরণীতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

কর্মবিবরণীতে বলা হয়, চলতি বছর চীনের উন্নয়ন কঠিন পরিস্থিতির মুখোমুখী হয়েছে। তবে অর্থনীতির দীর্ঘকালীন সুষ্ঠু অপরিবর্তনীয় অগ্রগতি বজায় রয়েছে।

কর্মবিবরণীতে লি খ্য ছিয়াং আরও বলেন, চলতি বছর চীনের বিভিন্ন শহর ও থানায় নতুন কর্মসংস্থান হয়েছে ১ কোটি ১০ লাখেরও বেশি। কর্মসংস্থান নীতির ক্ষেত্রে সরকারের সামষ্টিক নীতিকে অগ্রাধিকারে দেওয়া হয়েছে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040