শাংহাই জিয়াওথং ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিশ্ববিদ্যালয়ের কৌশলগত সহযোগিতার ১০ম বার্ষিকী উদযাপন
  2019-03-05 09:56:37  cri

 

২০১৯ সাল হলো শাংহাই জিয়াওথং ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিশ্ববিদ্যালয়ের কৌশলগত সহযোগিতার ১০তম বার্ষিকী। দুই বিশ্ববিদ্যালয়ের কৌশলগত সহযোগিতার উদযাপনী অনুষ্ঠান সিডনিতে চীনা মৈত্রী বাগানে অনুষ্ঠিত হয়। সিডনিতে নিযুক্ত চীনের কনস্যুলেটের শিক্ষাগত কাউন্সিলর নিউ উয়েন ছি এতে উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ইয়ান জ্যাকবস তার ভাষণে বলেন, সহযোগিতা হলো বৈজ্ঞানিক গবেষণা জোরদার এবং সামাজিক কল্যাণের সেরা পদ্ধতি। শাংহাই জিয়াওথং ইউনিভার্সিটির ভাইস প্রিন্সিপাল সু সুয়ে মিনও উল্লেখ করেন যে, দুটি বিশ্ববিদ্যালয় ব্যাপক ক্ষেত্রে সহযোগিতা ও অগ্রগতি লাভ করেছে। আগামী দশ বছরে এমনকি আরও দীর্ঘ সময়ে দু'পক্ষ আরও সহযোগিতা ও বিনিময় করবে, গবেষণা ও শিক্ষাসহ বিভিন্ন ব্যাপারে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করবে।

গত ১০ বছরে দু'টি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্ভাবনী কেন্দ্র, চীন-অস্ট্রেলিয়া নিউরোলজিক্যাল সেন্টার, সমবায় গবেষণা ফান্ড গঠন করেছে। বিশেষ করে গবেষণা ফান্ড ৫০ জনেরও বেশি পণ্ডিতকে সহায়তা দিয়েছে এবং মোট ২১৮টি সমবায় প্রকাশনা কর্ম প্রকাশ করেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040