চীন-আসিয়ান মিডিয়া বিনিময় বছর ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠান বেইজিং অনুষ্ঠিত
  2019-03-05 09:52:11  cri

চীন-আসিয়ান মিডিয়া বিনিময় বছর ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং অভিনন্দন বাণী পড়েছেন। চীনের জাতীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের পরিচালক নিয়ে ছেন শি, আসিয়ান সচিবালয়ের উপসচিব এ কে পি মোচতান এবং চীন ও আসিয়ানের সদস্যরাষ্ট্রের সংশ্লিষ্ট সরকারি বিভাগ, মিডিয়ার প্রতিনিধি এক হাজার পাঁচশরও বেশি ব্যক্তি এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

চীন-আসিয়ান মিডিয়া বিনিময় বছর ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ন্যাশনাল গ্র্যান্ড থিয়েটার কনসার্ট হলে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আসিয়ানের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ও-চা উদ্বোধনী অনুষ্ঠানকে অভিনন্দন চিঠি পাঠিয়েছেন। চীনের প্রচারমন্ত্রী হুয়াং খুন মিং চিঠিটি পড়েন। চিঠিতে প্রেসিডেন্ট সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আসিয়ানের মধ্যে কৌশলগত বিনিময় জোরদার হয়েছে, 'এক অঞ্চল, এক পথ' যৌথভাবে গঠিত হয়েছে, সাংস্কৃতিক বিনিময় গভীর হয়েছে, উপযুক্তভাবে মতভেদ মোকাবিলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা হয়েছে। দু'পক্ষের সম্পর্ক সার্বিক উন্নয়নের নতুন পর্যায়ে এসে পৌঁছেছে। চীন-আসিয়ান মিডিয়া বিনিময় বছর আয়োজন করা হলো দু'পক্ষের কৌশলগত অংশীদারি সম্পর্ক গভীর করার গুরুত্বপূর্ণ ব্যবস্থা। আশা করি, দু'পক্ষের মিডিয়া বন্ধুত্বপূর্ণ বিনিময়ের সেতু হিসেবে ভালোভাবে উন্নয়নের গল্প বলবে, আরও ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নির্মাণের জন্য অবদান রাখবে।

থাই উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিরাসাক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ও-চার চিঠি পড়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন,

"সাংস্কৃতিক বিনিময় হলো অংশীদারি সম্পর্ক উন্নয়নের একটি কেন্দ্রীয় কৌশল। এ ব্যাপারে আমরা ২০১৯ সালের জন্য তথ্য, প্রকাশনা, বেতার, চলচ্চিত্র ও টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় ধারাবাহিক অনুষ্ঠান পরিকল্পনা করেছি। তা ছাড়া ফোরাম, কো-প্রযোজনা, বিনিময় ও সফর এবং উত্সব উদযাপনী অনুষ্ঠানসহ বিভিন্ন পদ্ধতিতে প্রকল্পগুলো চালিয়েছে। সেগুলো প্রকল্প ও তত্পরতা উভয়ের সমঝোতা গভীর করা, প্রযুক্তিগত বিনিময় করা, যোগাযোগ জোরদার করা এবং আসিয়ান-চীন সাংস্কৃতিক বিনিময় অংশীদারি সম্পর্ক আরও গভীর করার জন্য সহায়তা দিবে।"

চীন-আসিয়ান ১০+১ সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র এবং চীন-আসিয়ান বন্ধুত্বপূর্ণ জনমত ও সামাজিক ভিত্তি একটি দৃঢ় ভিত্তি স্থাপন করার জন্য ২০১৮ সালের ১৪ নভেম্বরে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সিঙ্গাপুরে ২১তম চীন-আসিয়ান সম্মেলনে ঘোষণা দেন যে, ২০১৯ সাল হবে চীন-আসিয়ান মিডিয়া বিনিময় বছর।

চীনের জাতীয় বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের পরিচালক ছেন শি চীনের সংগঠন সমিতির পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে বলেন, মিডিয়া বিনিময় বছর উভয় মিডিয়ার জন্য একটি সহযোগী প্ল্যাটর্ফম সৃষ্টি করেছে। আশা করি চীন ও আসিয়ানের মিডিয়া প্ল্যাটর্ফম কাজে লাগিয়ে অভিন্ন অগ্রগতি ও উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন,

"আমি আশা করি দু'পক্ষের মিডিয়া বিনিময় বছর একটি সুযোগ হিসেবে আরও অগ্রণী এবং উদ্ভাবনী কাজ করবে, ইতিবাচকভাবে চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের জনগণের মৈত্রী বাড়াবে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং বিনিময় ও সহযোগিতার ফলাফল নিয়ে সময়মতো রিপোর্ট করবে, সক্রিয়ভাবে এশিয়ান সভ্যতার বিস্তার ঘটাবে। যাতে এশিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি সম্পর্কিত চিন্তাধারা মানুষের অন্তরে আরও গভীর হয়।"

আসিয়ানের উপ-মহাসচিব এক সাক্ষাত্কারে বলেন, ২০১৮ সাল হলো চীন-আসিয়ান কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী। এরপর নতুন বছরে মিডিয়া বিনিময় বছর দু'পক্ষের জন্য আরও কার্যকরভাবে কৌশলগত অংশীদারি সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কল্যাণকর হবে। তিনি বলেন,

"চীন-আসিয়ান কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের ২০৩০ দৃষ্টিভঙ্গি"র একটি প্রধান দিক হলো, চীন ও আসিয়ানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদার করা। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দু'পক্ষের মৈত্রী ও সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। এ প্রেক্ষাপটে মিডিয়ার সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।"

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040