এতে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। বিনিয়োগকৃত বিদেশি পুঁজির পরিমাণ ১৩৮.৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে; যা উন্নয়নশীল দেশগুলো মধ্যে সর্বোচ্চ। শুল্ক আদায়ের পরিমাণ ৯.৮ শতাংশ থেকে ৭.৫ শতাংশে হ্রাস করা হয়েছে; বিদেশি পুঁজির ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো ব্যাপকভাবে কমিয়েছে চীন। অর্থ ও গাড়িসহ বিভিন্ন শিল্পের উন্মুক্তকরণ সম্প্রসারণ করা হয়েছে। বিদেশি পুঁজি বিনিয়োগকারী ধারাবাহিক প্রকল্প চালু হয়েছে এবং বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেড়েছে বলেও কর্মবিবরণীতে উল্লেখ করা হয়।
(সুবর্ণা/তৌহিদ)