চীনের বৈদেশিক উন্মুক্তকরণ সার্বিকভাবে সম্প্রসারিত হয়েছে: সরকারি কর্মবিবরণী
  2019-03-05 09:48:05  cri
মার্চ ৫: ২০১৮ সালে চীনের বৈদেশিক উন্মুক্তকরণ সার্বিকভাবে সম্প্রসারিত হয়েছে এবং বিশ্বমঞ্চে ব্যবসার পরিবেশ অনেক উন্নত হয়েছে। মঙ্গলবার বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) দ্বিতীয় অধিবেশনে সরকারি কর্মবিবরণী পেশ করেন প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। কর্মবিবরণীতে এসব কথা বলেন তিনি।

এতে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। বিনিয়োগকৃত বিদেশি পুঁজির পরিমাণ ১৩৮.৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে; যা উন্নয়নশীল দেশগুলো মধ্যে সর্বোচ্চ। শুল্ক আদায়ের পরিমাণ ৯.৮ শতাংশ থেকে ৭.৫ শতাংশে হ্রাস করা হয়েছে; বিদেশি পুঁজির ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো ব্যাপকভাবে কমিয়েছে চীন। অর্থ ও গাড়িসহ বিভিন্ন শিল্পের উন্মুক্তকরণ সম্প্রসারণ করা হয়েছে। বিদেশি পুঁজি বিনিয়োগকারী ধারাবাহিক প্রকল্প চালু হয়েছে এবং বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৭০ শতাংশ বেড়েছে বলেও কর্মবিবরণীতে উল্লেখ করা হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040