সিপিপিসিসি চীনের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছে
  2019-03-04 18:54:12  cri
মার্চ ৪: প্রতি বছরের মার্চ মাসে চীনের 'দুই অধিবেশন' বসে। একটা জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র অধিবেশন এবং অন্যটা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র অধিবেশন। দু'টি অধিবেশন প্রায় একই সঙ্গে অনুষ্ঠিত হয়। 'দুই অধিবেশন' চলাকালেই চীনের এক বছরের উন্নয়নপরিকল্পনা করা হয়। বাকি বিশ্বের জন্যও 'দুই অধিবেশন' চীনকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

চীনা বৈশিষ্ট্যসম্পন্ন জাতীয় ব্যবস্থা হিসেবে, গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) চীন প্রতিষ্ঠার পর বিগত প্রায় ৭৫ বছর ধরে চলে আসা উন্নয়ন-প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। চীনের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে সিপিপিসিসি।

বিশ্বের সবচেয়ে বেশি লোকসংখ্যার বড় দেশ চীন। দেশের মানুষ চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন পূরণে কাজ করছে। এই স্বপ্ন পূরণে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, বহু পার্টির সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শের গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে, সিপিপিসিসি কাজ করে আসছে। সিপিপিসিসি কেন্দ্রীয় নীতি নির্ধারণের পর্যায়ে এবং সমাজের বিভিন্ন মহলের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুর ভূমিকা পালন করে থাকে।

সিপিপিসিসি'র সদস্যরা চীনা সমাজের বিভিন্ন মহল ও সম্প্রদায় থেকে এসে থাকেন। তারা চীনা জনগণের প্রতিনিধিত্ব করেন। তাদের দায়িত্ব হলো, দেশের উন্নয়নকেন্দ্রিক রাজনীতি নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040