ত্রয়োদশ এনপিসি'র দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতিমূলক কাজ শেষ
  2019-03-04 16:56:29  cri
মার্চ ৪: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনের সকল প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে অধিবেশনের মুখপাত্র চাং ইয়ে সুই এ তথ্য জানান, অধিবেশনের কার্যসূচি তুলে ধরেন, এবং দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মুখপাত্র বলেন, ত্রয়োদশ এনপিসি'র দ্বিতীয় অধিবেশনে বিদেশি ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগসংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পর্যালোচনা করা হবে। এ বিলের উদ্দেশ্য হলো উন্মুক্ত নতুন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চাহিদার সঙ্গে খাপ খাওয়ানো।

প্রেস ব্রিফিংয়ে তিনি চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক, কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ইস্যুতে করা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। চীনের প্রতিরক্ষা-ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিরক্ষা-ব্যয় বাড়ানোর কারণ দেশের নিরাপত্তা নিশ্চিত করা।

তা ছাড়া, চলতি বছর চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটি অন্যান্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবে বলেও মুখপাত্র উল্লেখ করেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040