চীনের প্রতিরক্ষা-ব্যয় বৃদ্ধি অন্য দেশের জন্য হুমকি নয়: জাতীয় গণকংক্রেসের মুখপাত্র
  2019-03-04 16:19:23  cri
মার্চ ৪: চীনের প্রতিরক্ষা-ব্যয় বৃদ্ধি অন্য কোনো দেশের জন্য হুমকি নয়। আজ (সোমবার) বেইজিংয়ের গণ-মহাভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের প্রথম সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন সম্মেলনের মুখপাত্র চাং ইয়ে সুই।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, দেশের নিরাপত্তার স্বার্থেই চীন প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছে। ২০১৬ সাল থেকে চীনের প্রতিরক্ষা-ব্যয় বেড়েছে ১০ শতাংশের কম করে। ২০১৮ সালে চীনের প্রতিরক্ষা-ব্যয় ছিল দেশের জিডিপির প্রায় ১.৩ শতাংশ। অথচ সেবছর অন্যান্য প্রধান উন্নত দেশগুলোর প্রতিরক্ষা-ব্যয় ছিল জিডিপির ২ শতাংশেরও বেশি।

মুখপাত্র আরও বলেন, চীন বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। (তুহিনা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040