সভায় ত্রয়োদশ এনপিসি'র দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলী ও মহাসচিব নির্বাচিত হয়। ১৭৬ জন নিয়ে গঠিত হয় অধিবেশনের সভাপতিমণ্ডলী। ওয়াং ছেন নির্বাচিত হন অধিবেশনের মহাসচিব।
সভায় গৃহীত কার্যসূচি অনুসারে, ত্রয়োদশ এনপিসি'র দ্বিতীয় অধিবেশনে সরকারি কর্মপ্রতিবেদন পর্যালোচনা করা হবে; '২০১৮ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়ন পরিকল্পনা' বাস্তবায়নের অবস্থা এবং '২০১৯ সালের জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়ন পরিকল্পনার খসড়া প্রস্তাব' পর্যালোচনা করা হবে; ২০১৮ সালের কেন্দীয় ও আঞ্চলিক বাজেট বাস্তবায়নের অবস্থা এবং ২০১৯ সালের কেন্দ্রীয় ও আঞ্চলিক বাজেটের খসড়া প্রস্তাব পর্যালোচনা করা হবে; এবং এনপিসি'র স্থায়ী কমিটির কর্মপ্রতিবেদন, সর্বোচ্চ গণআদালত ও সর্বোচ্চ গণঅভিশংসক দফতরের কর্মপ্রতিবেদন পর্যালোচনা করা হবে। (লিলি/আলিম)