সহজ চীনা ভাষা-'গুয়ান ছুয়ে লৌতে উঠা'
  2019-03-04 14:26:43  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'গুয়ান ছুয়ে লৌতে উঠা'। এর চীনা ভাষা হলো: 登鹳雀楼dēng guàn què lóu ।

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

এই কবিতা চীনের থাং রাজবংশের কবি ওয়াং জি হুয়ানের রচিত একটি খুব বিখ্যাত কবিতা। এর মাত্র ২০টি শব্দ আছে, কিন্তু সীমিত শব্দের মাধ্যমে অসীম সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। এর প্রধান অর্থ হলো: সূর্য পাহাড় থেকে নেমে যাচ্ছে, হলুদ নদী সমুদ্রের উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। যদি আপনি হাজার মাইল দূরের দৃশ্য উপভোগ করতে চান, তাহলে আরও উঁচুতে উঠুন।

বন্ধুরা, কবি ওয়াং জি হুয়ান 'গুয়ান ছুয়ে লৌ নামে একটি ভবনে উঠে মহান সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে এই কবিতা লিখেছেন। অল্প শব্দের মাধ্যমে চীনের উত্তরাঞ্চলের জমকালো দৃশ্যের বর্ণনা দিয়েছেন এবং হাজার হাজার বছর ধরে চীনা জাতিকে সক্রিয়ভাবে সামনে এগিয়ে যেতে উত্সাহ দিয়েছেন। বিশেষ করে, এই কবিতার শেষ দুই বাক্য বেশ জনপ্রিয়। লোকেরা সবসময় এই দুটি বাক্য দিয়ে সক্রিয় উন্নয়নের মনোভাব বর্ণনা করে থাকে। এখনও চীনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে চীনের নেতারা এই কবিতা দিয়ে তার মনোভাব প্রকাশ করতে পছন্দ করেন। 'আপনি যদি আরও দূরের দৃশ্য দেখতে চান, তাহলে আরও উঁচুতে উঠুন।' মানে জীবনে আরও বেশি কিছু অর্জন করতে চাইলে আরও বড় দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে।

বন্ধুরা, এখন আমরা এই পাঠের কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রধান শব্দ আপনাদের শেখাবো।

登 dēng ওঠা, climb, যেমন, পাহাড়ে ওঠা: 登山dēng shān । বিমানে ওঠা (board a plane): 登机dēng jī

楼lóu ভবন, বিল্ডিং। যেমন, উঁচু বিল্ডিং: 高楼 gāo lóu

白báiসাদা। যেমন: সাদা রং: 白色bái sè ।

日 rì সূর্য। এই শব্দ বেশিরভাগ সময় লিখিত ভাষায় দেখা যায়। মৌখিক ভাষায় আমরা সূর্যকে বলি: 太阳tài yáng ।日rì দিয়ে তৈরি একটি শব্দ হলো, 日光rì guāng:সূর্যের আলো।

আসলে日rìশব্দয়ের কয়েকটি অর্থ আছে। এর আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হল 'দিন'। যেমন: আজ, এর চীনা ভাষা: 今日jīn rì । আগামীকাল: 明日míng rì

黄huáng হলুদ। যেমন: হলুদ রং: 黄色huáng sè ।

河hé নদী। যেমন: ছোট নদী: 小河xiǎo hé

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040