২০১৯ সালে সিপিপিসিসি'র কর্মপ্রতিবেদন পেশ করেছেন ওয়াং ইয়াং
  2019-03-04 14:04:03  cri
মার্চ ৪: চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি'র চেয়ারম্যান ওয়াং ইয়াং গতকাল (রোববার) বেইজিংয়ে ত্রয়োদশ সিপিপিসিসি'র দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মপ্রতিবেদন পেশ করেছেন।

কর্মপ্রতিবেদন উপস্থাপনের সময় তিনি বলেন, ২০১৯ সালে সিপিপিসিসি'র উচিত ছয়টি ক্ষেত্রে কাজ করা।

তিনি বলেন, সিপিপিসিসি'র উচিত চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা কেন্দ্র করে কাজ করা। কমিউনিস্ট পার্টি ও দেশের মৌলিক দায়িত্বকেন্দ্রিক প্রস্তাব দেওয়া। তিনি বলেন, ২০১৯ সাল হলো সার্বিক সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সামাজিক উন্নয়নের প্রক্রিয়ায় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনকে গঠনমূলক পরামর্শ ও প্রস্তাব দিতে হবে। বিভিন্ন রাজনৈতিক পার্টির ঐক্য, চীনের বৈশিষ্ট্যময় বড় দেশীয় কূটনীতিতে অবদান রাখা, উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর করার কথাও বলেন তিনি। সিপিপিসিসি'র নিজস্ব উন্নয়ন দৃঢ় করার কথা উল্লেখ করে ওয়াং বলেন, সিপিপিসিসি প্রতিষ্ঠার ৭০ বছরের উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040