সিপিপিসিসি'র সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রথম অধিবেশনের বিভিন্ন প্রস্তাবের ৯৯.২ শতাংশ জবাব দেওয়া হয়েছে
  2019-03-04 11:39:45  cri
মার্চ ৪: গতকাল (রোববার) বিকেলে ত্রয়োদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বা সিপিপিসিসি'র দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে প্রথম অধিবেশনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রস্তাব সম্পর্কে জবাব দেন সিপিপিসিসি'র ভাইস চেয়ারম্যান সু হুই। তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত বিভিন্ন প্রস্তাবের জবাব ও সমস্যা সমাধানের পরিমাণ ছিল ৯৯.২ শতাংশ।

প্রথম অধিবেশনের পর সিপিপিসিসি'র বিভিন্ন কমিটির উত্থাপিত ৫৩৬০টি প্রস্তাবের মধ্যে ৪৫৬৭টি বিশেষ কর্মগ্রুপ গঠন করা হয়, আর ১৬৫টি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়নে দায়িত্ব পালন করে।

সু আরও বলেন, সিপিপিসিসি'র সদস্যরা নতুন উন্নয়নের তত্ত্ব, সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার গভীর করা এবং অর্থনীতির গুণগতমান উন্নয়ন বাস্তবায়ন করাসহ ১৮৮৪টি প্রস্তাব দিয়েছিলেন। দারিদ্র্যবিমোচন ও গণজীবিকা রক্ষাসংক্রান্ত প্রস্তাব ১৩০৭টি, প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থার দ্রুত গঠন, সবুজ উন্নয়ন আর প্রাকৃতিক সমস্যা সমাধানসহ ধারাবাহিক প্রস্তাবও দেওয়া হয়েছে।

২০১৯ সালে সংশ্লিষ্ট প্রস্তাবের ভিত্তিতে সিপিপিসিসি আরও বেশি ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন সু। বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ উত্থাপনে ব্যাপক মতৈক্য সংগ্রহ করা, সংশ্লিষ্ট কর্মব্যবস্থা পূর্ণ করা এবং প্রস্তাবভিত্তিক সমস্যা সমাধানের কার্যকারিতা উন্নত করা হবে বলে আশা করেন সু।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040