বৈদেশিক সহায়তায় নতুন অবাদন রাখবে আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিভাগ
  2019-03-04 10:56:04  cri

মার্চ ৪: জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিভাগ চীনা বৈশিষ্ট্যময় বড় দেশীয় কূটনীতি ও 'এক অঞ্চল, এক পথ' নির্মাণে সেবা দিচ্ছে। পাশাপাশি, বিশ্বের নানা দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা করে জাতিসংঘের ২০২০ টেকসই উন্নয়ন কার্যতালিকা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে ইতিবাচক অবদান রাখবে।

গতকাল (রোববার) বিকেলে ত্রয়দশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিভাগের প্রধান ওয়াং সিয়াও থাও গণ-মহাভবনের 'মন্ত্রী চ্যানেল'-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ-কথা বলেছেন।

২০১৮ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এই আন্তর্জাতিক উন্নয়ন ও সহযোগিতা বিভাগ।

(শিশির/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040