চীনের 'দুই অধিবেশন'-এর ওপর আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি
  2019-03-03 19:18:59  cri

মার্চ ৩: আজ (রোববার) বিকেল তিনটায় বেইজিংয়ে চীনের ত্রয়োদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনের সঙ্গে সঙ্গে চীন বার্ষিক 'দুই অধিবেশন' সময়পর্বে প্রবেশ করে। চলতি বছর, 'দুই অধিবেশন' চলাকালে, অর্থনীতির স্থিতিশীল সুষ্ঠু উন্নয়ন নিশ্চিত করতে এবং সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে চীন কী কী নতুন নীতি ও ব্যবস্থা জারি করে, তা দেখতে বিশ্বের গণমাধ্যমগুলো আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, 'দুই অধিবেশন' বিভিন্ন দেশের সাংবাদিকদের জন্য চীনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য শোনা এবং তাদের সঙ্গে মতবিনিময় করার এক বিরল সুযোগ দিয়ে থাকে। চীনের অর্থনীতির উন্নয়নের প্রত্যাশিত লক্ষ্য এবং বিদেশি ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ আইনের খসড়া প্রস্তাব হলো চলতি বছর 'দুই অধিবেশন'-এর উল্লেখযোগ্য আলোচ্য বিষয়।

অ্যাসোসিয়েটেড প্রেস 'দুই অধিবেশন'-এর প্রেক্ষাপট, সময়সূচি, গুরুত্বপূর্ণ আলোচ্য-বিষয়, এবং বিভিন্ন প্রতিনিধি ও সদস্যদের পরিচয়সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে।

রয়টার্স নিউজ এজেন্সির সংশ্লিষ্ট প্রতিবেদনে, অর্থনীতির নিম্নমুখী চাপে চীন কিভাবে সামষ্টিক অর্থনীতির উন্নয়নের কৌশল প্রণয়ন করে, তার ওপর দৃষ্টি রাখতে বলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অধিবেশনে অর্থনীতে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে এবং শিল্পপ্রতিষ্ঠান ও ভোক্তাদের আত্মবিশ্বাস জোরালো করতে, চীন সরকার নানান ব্যবস্থা গ্রহণ করবে।

নেপালের অন্যপূর্ণা পোস্ট পত্রিকার এক প্রবন্ধে বলা হয়েছে, নেপালের রাজনৈতিক ও বাণিজ্যিক মহলের লোকেরা 'দুই অধিবেশন'-এর ওপর দৃষ্টি রাখছেন। সারা বিশ্বের ওপর অন্য দেশের সঙ্গে চীনের বাণিজ্যিক বিনিময় এবং চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসহ বিভিন্ন প্রস্তাবের গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে।

(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040