ত্রয়োদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বেইজিংয়ে শুরু
  2019-03-03 18:54:56  cri

মার্চ ৩: আজ (রোববার) বিকেলে চীনের ত্রয়োদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মরিপোর্ট পেশ করেন সিপিপিসিসি'র চেয়ারম্যান ওয়াং ইয়াং।

তিনি বলেন, গত বছর ছিলো ত্রয়োদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দায়িত্ব পালনের প্রথম বছর। ২০১৮ সালে ত্রয়োদশ সিপিপিসিসি জীবিকা ও সমাজের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে। 'স্বাস্থ্যবান চীন' শ্লোগানকে সামনে রেখে, সিপিপিসিসি সরকারি হাসপাতালগুলোর পরিচালনাব্যবস্থা উন্নত করা, বয়স্কসেবা পূর্ণাঙ্গ করে তোলা, ও তৃণমূল পর্যায়ের চিকিত্সাসেবা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও বলেন, ২০১৯ সাল হচ্ছে গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। এটি সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরও বটে। নতুন বছরে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার প্রক্রিয়ায় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের পুরোপুরিভাবে পরামর্শকের ভূমিকা পালন করা উচিত বলে কর্মরিপোর্টে ওয়াং ইয়াং জোর দিয়ে বলেন। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040