চলতি বছরের শেষ দিকে চীন ছাংএ-৫ চন্দ্রযান নিক্ষেপ করবে
  2019-03-03 17:11:27  cri

মার্চ ৩: চলতি বছরের শেষ দিকে ছাংএ-৫ চন্দ্রযান নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে চীন। আজ (রোববার) চীনের চাঁদ অনুসন্ধান প্রকল্পের চীফ ডিজাইনার উ উই রেন ত্রয়োদশ সিপিপিসিসি'র দ্বিতীয় অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে চীনের চাঁদ অনুসন্ধান প্রকল্প সুষ্ঠুভাবে চলছে এবং সম্প্রতি অর্জিত তথ্যউপাত্ত সারা দেশ ও সারা বিশ্বের সামনে তুলে ধরা হবে।

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী ছাং এ-৫ চন্দ্রযান চাঁদের কিছু নমুনা নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে। ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর চীন এ ক্ষেত্রে তৃতীয় দেশ হতে যাচ্ছে।

তিনি আরও জানান, আগামী বছর চীন মহাশূন্যে 'মঙ্গল ডিটেক্টার' পাঠাবে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040