ত্রয়োদশ সিপিপিসিসি'র দ্বিতীয় অধিবেশনে ওয়াং ইয়াংয়ের কর্মরিপোর্ট পেশ
  2019-03-03 15:54:19  cri

মার্চ ৩: আজ (রোববার)বিকেলে চীনের ত্রয়োদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কর্মরিপোর্ট পেশ করেন সিপিপিসিসি'র চেয়ারম্যান ওয়াং ইয়াং। অনুষ্ঠানে চীনা কমিউনিস্ট পার্টির ও দেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সিপিপিসিসি'র চেয়ারম্যান ওয়াং ইয়াং স্থায়ী কমিটির পক্ষ থেকে পেশ করা কর্মরিপোর্টে বলেন, ২০১৯ সাল হলো সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলার প্রক্রিয়ায় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন পুরোপুরিভাবে পরামর্শকের ভূমিকা পালন করে চলেছে।

তিনি রিপোর্টে আরও বলেন, প্রস্তাব দেওয়া, দেশ প্রশাসনে সাহায্য করা, ও মতৈক্য প্রতিষ্ঠায় সম্পাদিত কাজের গুণগত মান বাড়ানোর ওপর সিপিপিসিসি'র উচিত আরও গুরুত্ব দেওয়া।

উল্লেখ্য, চীনের বিভিন্ন পার্টি ও সম্প্রদায় এবং বিভিন্ন জাতি ও মহলের ২১০০ জনেরও বেশি সদস্য এবারের ১১ দিনব্যাপী অধিবেশনে অংশ নিচ্ছেন। তারা ওয়াং ইয়াংয়ের কর্মরিপোর্ট পর্যালোচনা করবেন। তা ছাড়া, তারা চীনের সংস্কার ও উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নীতিগুলোকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করবেন।(লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040