চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতিমূলক কাজ শেষ
  2019-03-03 15:24:46  cri
মার্চ ৩: চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা বেইজিংয়ে পৌঁছেছেন এবং অধিবেশনের প্রস্তুতিমূলক কাজও ইতোমধ্যেই শেষ হয়েছে। গতকাল (শনিবার) অধিবেশনের তথ্যকেন্দ্র থেকে এ কথা জানানো হয়।

তথ্যকেন্দ্র আরও জানায়, অধিবেশনের সংশ্লিষ্ট দলিল মঙ্গোলীয়, তিব্বতি, উইগুর ও কাজাখসহ ৭টি উপজাতি-ভাষায় অনুবাদ করা হবে এবং অধিবেশন চলাকালে একযোগে বিভিন্ন দলিল ব্যাখ্যাও করা হবে। তা ছাড়া, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জাপানি ও জার্মানসহ বেশ কয়েকটি বিদেশি ভাষায় সংশ্লিষ্ট দলিল অনুবাদ করা হবে। বর্তমানে সংশ্লিষ্ট অনুবাদের কাজ সুশৃঙ্খলভাবে চলছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040