মার্চ ২: চীনের ত্রয়োদশ গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র দ্বিতীয় অধিবেশনের প্রথম সাংবাদিক সম্মেলন আজ (শনিবার) বিকেলে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুখপাত্র কুং ওয়ে মিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বেসরকারি খাত চীনা বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ এবং অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
তিনি আরও বলেন, গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। গত বছর সিপিসি'র কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ ও সংশ্লিষ্ট বিভাগসমূহের কাছে সিপিপিসিসি'র পক্ষ থেকে মূল্যবান বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়, যা বেসরকারি খাতের উন্নয়নের জন্য সহায়ক। (শিশির/আলিম)