'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে: চীনা মুখপাত্র
মার্চ ২: 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বিশ্বের বিভিন্ন পক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং পাচ্ছে। গত বছরের শেষ দিক পর্যন্ত, শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা এই উদ্যোগ বাস্তবায়নের কাজে অংশ নিয়েছে বা একে সমর্থন করেছে। এই উদ্যোগের আওতায় কোনো কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় স্থানীয় অর্থনীতি উপকৃত হয়েছে। চীনের ত্রয়োদশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের মুখপাত্র কুও উই মিন আজ (শনিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট কোনো কোনো উন্নয়নশীল দেশের ঋণ-সমস্যা খুব জটিল। এসব ঋণের সঙ্গে চীনের সংশ্লিষ্টতা খুবই সামান্য। চীনের বেশিরভাগ পুঁজি অবকাঠামো নির্মাণে বিনিয়োগ করা হয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ঋণ-ফাঁদ সৃষ্টি করেছে বলে যারা অভিযোগ করছেন, তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। (লিলি/আলিম)