ঢাকা উত্তরের নতুন মেয়রের ১০ কর্মপরিকল্পনা ঘোষণা
  2019-03-02 18:35:37  cri

ঢাকা উত্তরের নতুন মেয়রের ১০ কর্মপরিকল্পনা ঘোষণা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। শনিবার উত্তরায় বাংলাদেশ ক্লাবে সংবাদ সম্মেলনে আগামী এক বছরের জন্য ১০টি কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।

নগরপিতা হিসেবে ঢাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে সবকিছুর উর্ধে থেকে কাজ করবেন বলে জানান আতিকুল ইসলাম। পাশাপাশি শহরকে পরিষ্কার রাখতে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকা উত্তরে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করারও নিশ্চয়তা দেন আতিকুল।

২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন আতিকুল ইসলাম। তিনি পান ৮ লাখ ৩ হাজার ৩০২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ব্যান্ডসংগীত শিল্পী জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন৫২ হাজার ৪২৯ ভোট। প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদ শূণ্য হওয়ায় ঢাকা উত্তর সিটিতে মেয়র নির্বাচন হয়।

মাহমুদ হাশিম, ঢাকা।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040