চার বছরে আল্ট্রা এইচভি ভিডিও শিল্পের উন্নয়নে ৪ ট্রিলিয়ন ইউয়ান ব্যয় করবে চীন
  2019-03-02 16:40:18  cri

মার্চ ২: আগামী চার বছরে আল্ট্রা এইচভি ডিভিও শিল্পের উন্নয়নে ৪ ট্রিলিয়ন ইউয়ান (এক ট্রিলিয়ন=১০০০ বিলিয়ন; এক বিলিয়ন=১০০ কোটি) ব্যয় করবে চীন। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরো, এবং চায়না মিডিয়া গ্রুপ গত ২৮ ফেব্রুয়ারি 'আল্ট্রা এইচডি ভিডিও শিল্পের উন্নয়ন পরিকল্পনা (২০১৯-২০২২)' প্রকাশ করে।

পরিকল্পনা অনুসারে, উক্ত চার বছরে চীন আল্ট্রা হাই ডেফিনেশান ইমেজিং, ত্রিমাত্রিক শব্দ সংগ্রহ, ফেস রিকগনিশান প্রযুক্তি, কোর চিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি উন্নয়নে কাজ করবে। ২০২২ সাল পর্যন্ত চীন বেতার ও টিভি, বিনোদন ও শিক্ষা, নিরাপত্তা সুরক্ষা, চিকিত্সা ও স্বাস্থ্য এবং বৃদ্ধিমান পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে আল্ট্রা এইচডি ভিডিও প্রযুক্তি ব্যবহার করবে বলেও পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040