‌সংবাদ পর্যালোচনা: পাক-ভারত পরিস্থিতি কোন দিকে?
  2019-03-02 13:57:24  cri

পাকিস্তানের হাতে আটক হলেন ভারতের বৈমানিক। শুক্রবার তার মুক্তির ঘোষণাও এলো। ভারতের সঙ্গে যুদ্ধের দামামার মধ্যে শান্তির কথা বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘরে-বাইরে প্রশংসিত হলেন। যুদ্ধাবস্থার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিশেষ বার্তাও পাঠান পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। তবে, ইমরান খান ভারতের প্রতি শান্তি-সংলাপের আহ্বান জানালেও তাঁর সশস্ত্রবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। প্রিয় শ্রোতা, পাক-ভারত পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে আজকের সংবাদ পর্যালোচনায়।

শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের হাতে আটক ভারতের বৈমানিক অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেওয়ার কথা জানায় পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে বলেছিলেন, শান্তিপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের এ পদক্ষেপের ভিন্ন অর্থ দেখতে পাচ্ছেন। তাঁরা বলছেন, জেনেভা কনভেনশন অনুসারে তাঁকে ছাড়া হচ্ছে। এতে সমঝোতা বা অন্য কোনো বিষয় নেই। এ ছাড়া ভারতকে আলোচনার প্রস্তাব দেওয়ার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

ভারতের সঙ্গে যুদ্ধের দামামার মধ্যে শান্তির পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রচেষ্টা ঘরে-বাইরে প্রশংসিত হচ্ছে। বৃহস্পতিবার দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়। আটক ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত ইমরান নিয়েছেন, তার জন্য সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি। এমনকি তাঁকে সত্যিকারের রাষ্ট্রনায়কও বলা হচ্ছে। তবে, ভারতীয় বিমানবাহিনীর সূত্রে ভারতের কয়েকটি গণমাধ্যমে বলা হচ্ছে, আন্তর্জাতিক চাপের কারণে পাইলট অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে পাকিস্তান। পাকিস্তান সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের উদ্ধৃতির বরাত দিয়ে এএনআই জানায়, ইমরানের সিদ্ধান্তে তিনি খুবই খুশি। এটা বন্ধুত্বের পথের একটি ধাপ।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা অজয় শুকলা টুইটারে লিখেছেন, যুদ্ধক্ষেত্রে যা-ই ঘটুক না কেন, বোধের যুদ্ধে পাকিস্তান বড় জয় পেয়েছে।

ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে লিখেছেন, ইমরান সত্যিকারের রাষ্ট্রনায়কোচিত মনোভাব দেখিয়েছেন।

ভারতীয় ঔপন্যাসিক কৃষ্ণ প্রতাপ সিং লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ১৪ হাজার বাংকার নির্মাণ করছে ভারত। পাকিস্তানের সঙ্গে যেকোনো উত্তেজনাকর পরিস্থিতিতে কোথাও না পাঠিয়ে যেন ওই এলাকায় লোকদের নিরাপদে রাখা যায়, তার জন্য এই ব্যবস্থা করেছে ভারত। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী ইমরান খান শান্তি-সংলাপের আহ্বান জানাচ্ছেন ভারতের প্রতি। বুধবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু টেলিফোনে সংযোগ না পাওয়ায় তিনি কথা বলতে ব্যর্থ হন। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ইমরান নিজেই এ তথ্য জানান। প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বলেছেন, 'আমি বুধবার রাতে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম (কিন্তু ব্যর্থ হই)। তাঁকে বলতে চেয়েছিলাম আমরা (পাকিস্তান) কোনো ধরনের অস্থিরতা চাই না।'

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান। মোদির সঙ্গে কথা বলে তিনি শান্তির প্রস্তাব দিতে চান।

তবে, শান্তির বার্তা নিয়ে ইমরান খান এগিয়ে গেলেও তাঁর সশস্ত্রবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীকে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথাই জানিয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন বৃহস্পতিবার আইএসপিআরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পূর্বাঞ্চলীয় সীমান্তে ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, শুধু সেনাবাহিনী নয়, পাকিস্তানের বিমানবাহিনী ও নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040