উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের হ্যানয় বৈঠক কার্যকর, তবে চুক্তিহীন: সিআরআই'র ভাষ্যকার
  2019-03-01 09:43:33  cri

মার্চ ১: উত্তর কোরিয়া ও মার্কিন শীর্ষনেতাদ্বয়ের হ্যানয় বৈঠক গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়েছে। এই বৈঠকের উপর গভীর দৃষ্টি রাখে আন্তর্জাতিক তথ্যমাধ্যম। তবে তথ্যমাধ্যমের কাছে দুঃখজনক ব্যাপার হচ্ছে এবারের এই বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো বক্তব্য প্রকাশ করেনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দু'দিনব্যাপী বৈঠকটি কার্যকর, তবে কোনো দলিলপত্র স্বাক্ষরিত হয়নি।

এদিন সকালে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বৈঠক অনুষ্ঠিত হয়, তারপর তাঁদের দু'জনের উপস্থিতিতে দু'পক্ষের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠক নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়। পূর্ব-নির্ধারিত কোনো স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয় নি।

যুক্তরাষ্ট্রের মতামত হলো, বৈঠকে উত্তর কোরিয়ার উপর থেকে অবরোধ তুলে নেয়াসহ বিভিন্ন ইস্যুতে মতভেদ দেখা দেয়। তবে আলোচনা ভেঙ্গে যায় নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাংবাদিকদের বলেন, বৈঠকে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। সংশ্লিষ্ট অবস্থান আগের তুলনায় আরও কাছে চলে এসেছে।

এবারের বৈঠকে সময়মতো সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরিত না হলেও এই ফলাফল নিশ্চয় সবচেয়ে খারাপ নয়। এটি সম্ভবত দীর্ঘসময় ধরে চলা কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের একটি অংশ বলে মনে করেন সিআরআই'র ভাষ্যকার। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040